Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

সিলেটি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৪, ২১ সেপ্টেম্বর ২০২২

সিলেটে দুই জজের গরু চুরি, ২ মাস পর ২ চোর গ্রেপ্তার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের আদালত চত্বর থেকে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরির ঘটনা ঘটে প্রায় দুই মাস আগে। ঘটনার দুই মাস পর দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই চোরকে মঙ্গলবার বিকেলে আদালতে তোলা হয়।

এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুর রহমান বলেন, ‘বিচারকের গরু চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজিরের পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। এর আগে গরু চুরির ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলা আমরা গভীরভাবে তদন্ত করি। এরই সূত্র ধরে ২ জনকে গ্রেপ্তার করা হয়।’

উল্লেখ্য, গত ১০ জুলাই ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরি হয়। এই ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় গরু চুরির মামলা করেন।

আইনিউজ/এইচএ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়