Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

সিলেটে বৃষ্টি দিয়ে শীত বাড়ার পূর্বাভাস

সিলেটে বৃষ্টি দিয়ে শীত বাড়ার পূর্বাভাস।

সিলেটে বৃষ্টি দিয়ে শীত বাড়ার পূর্বাভাস।

তীব্র শীতের প্রকোপ এখন কেটে গেছে। ফাল্গুন মাস শুরু হয়ে গেছে। ফলে ঋতুতেও এখন চলছে বসন্তকাল। যদিও কিছুটা রয়ে গেছে শীতের আমেজ। তবে, এরমাঝেই সিলেটে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি পরবর্তী সময়ে শীত বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে তাঁরা। 

মঙ্গলবার থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে শীতের তীব্রতা কয়েকদিন বাড়তে পারে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বসন্তের শুরুতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে শীত কিছুটা বেড়েছে। তবে রোববার রাত থেকে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ক্রমেই বেড়ে শীত কমে যাবে। 

ফেব্রুয়ারির শেষ নাগাদ শীত বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে রাজধানী থেকে শীত প্রায় বিদায় নিলেও উত্তরাঞ্চলসহ গ্রামাঞ্চলে এখনো শীতের অনুভূতি রয়েছে।

রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়