Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০, ২১ আগস্ট ২০২২

সিলেটের নান্দনিক বাস টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় 

টার্মিনালের নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিন শিক্ষক।

টার্মিনালের নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিন শিক্ষক।

দেশের প্রথম নান্দনিক স্থাপত্যশৈলীর বাস টার্মিনাল নির্মিত হচ্ছে সিলেটে। সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ৬৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। ৯০ ভাগেরও বেশি কাজ শেষ। সর্বাধুনিক এই বাস টার্মিনাল এখন কেবল উদ্বোধনের অপেক্ষা।

কদমতলি পুরোনো টার্মিনাল এলাকাতেই আট একর জায়গা নিয়ে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালটির কাজ করছে ঢালি কনস্ট্রাকশন। চলতি মাসেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

ঢালি কনস্ট্রাকশন সূত্র জানায়, এ টার্মিনালে একসঙ্গে ৪৮টি বাস রাখার ব্যবস্থা থাকবে। আর থাকবে যাত্রীদের জন্য প্রায় দেড় হাজার আসনের বিশাল ওয়েটিং লাউঞ্জ, ৩০ আসনের ভিআইপি কক্ষ ও ৩০টি টিকিট কাউন্টার এবং নামাজের কক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নির্মাণাধীন এ টার্মিনালের নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিন শিক্ষক।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে টার্মিনালটি। দ্বিতল এই টার্মিনালের আগমন ও বহির্গমন অংশ আলাদা করা হলেও করিডোরের মাধ্যমে পুরো স্থাপনাকে সংযুক্ত করা হয়েছে। থাকছে সিসিটিভি মনিটরিং, পুলিশকক্ষ এবং পর্যটন অফিস।

এমন দৃষ্টিনন্দন আধুনিক বাস টার্মিনাল দেশের মধ্যে প্রথম সিলেটেই নির্মিত হচ্ছে। এটি পরিচালনার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। এখানে পার্কিং এলাকা ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না, বসানো যাবে না ইচ্ছামতো কাউন্টার। সংশ্লিষ্টরা বলছেন, এমন নান্দনিক ও আধুনিক টার্মিনাল আধ্যাত্মিক নগরী সিলেটের সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জানায়, টার্মিনালের প্রতিটি কাজ অত্যন্ত যত্মসহকারে করা হচ্ছে। টার্মিনালের ছাদের স্টিল ও ঢেউটিন আনা হয়েছে তাইওয়ান থেকে। স্টিল স্ট্রাকচারের জন্য লোহার বার আনা হয়েছে চায়না থেকে এবং প্রতিটি জিনিস বুয়েটে টেস্ট করা হয়েছে। বিমানবন্দরের মতো বিশাল ওয়েটিং স্পেস রাখা হয়েছে।

এদিকে, একসময় যে টার্মিনালের বিভিন্ন স্থানে ছিল ময়লা-আবর্জনার ভাগাড়, দুর্গন্ধময় ছিল চারদিক। বর্ষায় টার্মিানলে পা ফেলাই ছিল দায়। সেই টার্মিনালের এমন অবকাঠামো উন্নয়নে উৎফুল্ল যাত্রী, ওই এলাকার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা।

কদমতলীর বিশিষ্ট ব্যবসায়ী শামীম বকত বলেন, নবনির্মিত এ টার্মিনাল খুব সুন্দর। পূর্বে টার্মিনালে নানা কারণে যাত্রীরা দুর্ভোগে পড়তেন। এখন আধুনিক এই টার্মিনাল থেকে মানুষ যেন সর্বোচ্চ ভালো সেবা পায় এটাই আমাদের প্রত্যাশা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল হক বলেন, এমন বাস টার্মিনাল নির্মাণ দেশের মধ্যে সিলেটে প্রথম। এর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। দেশের মধ্যে সুন্দরতম ও আধুনিক বাস টার্মিনালটি চালু হওয়ার আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারি তবে তা হবে দুঃখজনক। যাত্রীদের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিদ্যমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, পরিবহন নেতাদের নিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বৈঠকে বসবেন। ওই সভায় উদ্বোধনের দিন-তারিখ হয়তো জানা যাবে। তবে আমাদের দাবি, একসাথে পুরো টার্মিনাল যেন উদ্বোধন ও চালু করা হয়।

আরও পড়ুন: চাকরি পাচ্ছেন সেই ঢাবি ছাত্র সন্তোষ, সুখের আশায় চা শ্রমিক মা

উদ্বোধনের বিষয়ে সিসিক’র প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘উদ্বোধনের দিন-তারিখ এখনও নির্ধারিত হয়নি। এ বিষয়ে মেয়র মহোদয় মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, তার পরামর্শে পরবর্তী এ বিষযে সিদ্ধান্ত নেয়া হবে। তবে শীঘ্রই উদ্বোধনের আশা রয়েছে।’

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

 

চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

কাশিমপুর পাম্প হাউজ সচল রাখার দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ || Eye News || Moulvibazar

কোথায় কত বাড়লো বাস ভাড়া

ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station

রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়