Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৮, ৩১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:০২, ৩১ জানুয়ারি ২০২৪

সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ

প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ।

প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ।

মৌলভীবাজারের শিশুরা বিপুল উৎসাহ, উচ্ছ্বাস, আনন্দ নিয়ে সরাসরি উপভোগ করছে সিসিমপুর। গতকাল মঙ্গলবারও আমাদের বিদ্যালয়ে  সিসিমপুর” নামে দুটি শো অনুষ্ঠিত হয়েছে। সিসিমপুরে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে দিনের প্রথম প্রদর্শনী আয়োজিত হয় আল আরাফা কেজি এ্যান্ড হাই স্কুল মাঠে। কোরআন তিলাওয়াত, গীতাপাঠ এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্টানের শুরু হয়। দুপুরে সদর উপজেলার শাহজালাল কেজি এন্ড জুনিয়র হাই স্কুল মাঠে সিসিমপুরের দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করা হয়। 

দ্বিতীয় প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ। প্রদর্শনীতে জসিম উদ্দিন মাসুদ শিশুদের উদ্দেশ্যে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শিশুকাল কেটেছে সিসেমি স্ট্রিট দেখে দেখে; আর তোমরা সেই সিসিমপুর দেখছো সরাসরি তোমাদের স্কুলে এসে। তাই আমরা আশা রাখি- তোমরাও বড় হয়ে একদিন ওবামার মত জগদ্বিখ্যাত প্রেসিডেন্ট হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোস্তাফা  কেজি এ্যান্ড ইসলামী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ গুলবাহার বেগম, সানরাইজ স্কুলের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান প্রমুখ।আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের সিসিমপুর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জয়। 

এতে উপস্থিত ছিলেন মনমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদ হোসাইন জুনু। উদ্বোধনী বক্তব্যে তিনি আরডিআরএস বাংলাদেশ ও সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশকে "আমাদের বিদ্যালয়ে সিসিমপুর" আয়োজনের জন্য ধন্যবাদ জানান। 

স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় আবৃত্তি, নাচ, গানের পরেই শুরু হয় টুকটুকি, হালুম, শিকু ও ইকরিদের মঞ্চাভিনয়। আল আরাফা কেজি এ্যান্ড হাই স্কুল এবং শাহজালাল কেজি এ্যান্ড জুনিয়র হাই স্কুলের মাঠে আয়োজিত শো’ দুটিতে স্ব স্ব স্কুলের শিক্ষার্থী ছাড়াও পাশ্ববর্তী আরও ১০ টি কিন্ডারগার্টেন স্কুল থেকে প্রায় আট শতাধিক শিক্ষার্থী সরাসরি হালুম, টুকটুকি, শিকু ও ইকরিদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠে।

“আমাদের বিদ্যালয়ে সিসিমপুর” শিরোনামে লাইভ শো পরিচালনা করছে উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।  শিশুদের সাথে তাদের অভিভাবক, শিক্ষকগন ও স্থানীয় এলাকাবাসীও সিসিমপুর লাইভ শো উপভোগ করেন। এছাড়াও ভিন্নধর্মী এ আয়োজনে স্থানীয় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল।

টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর এর এম্বেসেডর ক্যারেক্টার ইকরি, শিকু, হালুম ও টুকটুকিদের পারফরম্যান্স সরাসরি শিশুদের প্রদর্শন করতে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলগুলোতে মাসব্যাপী এ আয়োজন করেছে আরডিআরএস বাংলাদেশ। দাতা সংস্থা ইউএসএআইডি'র আর্থিক সহযোগিতায় এ কার্যক্রমের আওতায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রকল্পভুক্ত ২৫০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৫০ টি প্রদর্শনী সম্পন্ন হবে। তারই ধারাবাহিকতায় মোট ৩০ টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের বিভিন্ন কিন্ডারগার্টেন পর্যায়ের স্কুলে। 

আজ বুধবার (৩১জানুয়ারি) রেডিয়েন্ট ও গ্রিন রেড কেজি স্কুল এবং পহেলা ফেব্রুয়ারী মোকামবাজার কেজি ও মৌলভীবাজার মডেল জুনিয়র স্কুলে সিসিমপুরের এ লাইভ প্রদর্শনীগুলি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে রাজনগর এবং কুলাউড়া উপজেলায় বিভিন্ন কিন্ডারগার্টেন  বিদ্যালয়ে প্রদর্শন করা হবে সরাসরি সিসিমপুর।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়