সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে দেশীয় অ স্ত্র নিয়ে দুই পক্ষের সং ঘ র্ষে নি হ ত ১
ধানের চারা রোপনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে দুই পক্ষের মধ্যে।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সং ঘ র্ষে একজন নি হ ত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার হাওয়ার অধ্যুষিত উজানধল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরিমধ্যে ঘটনাস্থল থেকে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আনোয়ার মিয়া (৫৫)। আহতদেরকে দিরাই হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজানধল গ্রামের ছুফি মিয়া ও দানু মিয়ার মধ্যে ধানের চারা রোপনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতের শরণাপন্নও হয়েছে দুই পক্ষ। এরমধ্যেই কয়েকদিন আগে এই জমিতে বোরো ধানের চারা রোপন করেন দানু মিয়া। তা নিয়ে ছুফি মিয়ার সঙ্গে আবারও তাঁর দেন দরবার হয়। তাঁরই জের ধরে সোমবার সকালে ছুফি মিয়ার পক্ষ জমিতে যেতে চাইলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সং ঘ র্ষে লিপ্ত হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান দানু মিয়ার শশুর আনোয়ার মিয়া (৫৫)।
সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত ৮ জনকে দিরাই হাসপাতালে এবং দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ দিরাই হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’