Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ২০ মার্চ ২০২৪

শ্রীমঙ্গলে খাদ্যে ক্ষতিকর দ্রব্য, ভোক্তার জরিমানা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খাদ্যে নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর দ্রব্য ব্যবহারসহ নানা অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। 


বুধবার (২০ মার্চ) উপজেলার সিন্দুরখান বাজারে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তির নিশ্চত করার লক্ষে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় তাকে সহযোগিতা করে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।

অভিযানে সিন্দুরখান বাজারের ভাই ভাই বেকারী এন্ড সুইটমিটকে খাদ্য পণ্যের সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় আরও দুইটি প্রতিষ্ঠানেও অভিযান চালায় ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়। বাজারের জমিলা ট্রেডার্সকে ৩ হাজার টাকা, পাল ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানের ব্যাপারে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়