Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬, ৭ আগস্ট ২০২২

সোমবার থেকে চীনের ভিসা পাবে বাংলাদেশী শিক্ষার্থীরা

সোমবার (৮ জুলাই) চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে

সোমবার (৮ জুলাই) চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে

আধুনিক ও উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী বিভিন্ন দেশে গমন করে থাকেন। এবার থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। আগামীকাল সোমবার (৮ আগস্ট) থে‌কে চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে।

রবিবার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত দ্বিপা‌ক্ষিক বৈঠ‌কে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চ‌লে। বৈঠ‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দি‌য়ে‌ছেন, সোমবার থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

এদিকে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে পেজে জানান, সব বাংলাদেশি শিক্ষার্থীরা আজ রবিবার থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে।

এর আগে শ‌নিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় দুদিনের সফরে ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

আইনিউইজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়