Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ১৭ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৯:১০, ১৭ ডিসেম্বর ২০২৩

সোমবার নয়, মঙ্গলবারে হরতাল করবে বিএনপি

সোমবারের পরিবর্তে মঙ্গলবারে হরতাল করবে বিএনপি।

সোমবারের পরিবর্তে মঙ্গলবারে হরতাল করবে বিএনপি।

সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল বিএনপি। তবে, সোমবার দিন পরিবর্তন করে এর পরের দিন মঙ্গলবার হরতাল কর্মসূচি পালন করবে বলে নতুন করে জানিয়েছে বিএনপি। 

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ডাকা সোমবারের সকাল-সন্ধ্যার হরতাল এ দিনের পরিবর্তেে মঙ্গলবার পালিত হবে সারা দেশে।

এ ছাড়া রিজভী ভার্চুৃয়াল ব্রিফিংয়ে বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করায়, তার সন্মানার্থে যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এই কারণে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল মঙ্গলবার হবে।

উল্লেখ্য, শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন সোমবার সারাদেশে সরকার পতনের একদফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়