Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৪

স্ত্রীকে হ ত্যা করে ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী 

ঘাতক স্বামী সুমন।

ঘাতক স্বামী সুমন।

বরিশালের বানারীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বিথী সমদ্দার (২৫) নামের এক গৃহবধুকে নৃ শং স ভা বে হাতুড়ি দিয়ে পিটিয়ে হ ত্যা করার অভিযোগ উঠেছে। ঘাতক স্বামী সুমন রায় (৩৩) নিজেই ৯৯৯-এ কল দিয়ে স্ত্রীকে হ ত্যা করেছেন জানিয়ে পুলিশের কাছে আাত্মসমর্পণ করেন। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার তেতলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ৫ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের বাসুদেব সমদ্দারের মেয়ে বিথী সমদ্দারের সঙ্গে বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেতলা গ্রামের সাবেক ইউপি সদস্য সুধীর রায়ের ছেলে সুমন রায়ের বিয়ে হয়। তাদের সংসারে সুপ্তী রায় নামের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। উচ্চ শিক্ষিত বিথী ও সুমন একে অপরকে সন্দেহ করতো।

সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহের জেরে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন রায় হাতুড়ি দিয়ে বিথীর মাথায় এলোপাথারি পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা বিষয়টি দেখে সুমনকে আটক করেন। এসময় সুমন জনরোষ থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন দিয়ে আাত্মসমর্পণ করার ইচ্ছে প্রকাশ করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।  

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, আসামী সুমন রায়কে গ্রেফতার করা হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে বিথীর মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হবে। এ ব্যপারে হ ত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

এদিকে স্বজন ও এলাকাবাসী বিথী সমদ্দারের ঘাতক স্বামী সুমন রায়ের ফাঁসির দাবি জানিয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়