Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশিত: ১৭:৩৮, ২৬ মার্চ ২০২৪

স্বাধীনতা দিবসে তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। 

অনুষ্ঠানে এমপি রঞ্জিত সরকার বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাদ দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করেছেন। এই সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধি সহ বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে। চিকিৎসা সহ সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আমি সবসময় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও সম্মানের আসনে রাখি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকবো। 

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি,  তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর তালুকদার, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত তাহিরপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়