Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

মাইকেল নংরুম, জুড়ী

প্রকাশিত: ১২:২৫, ১৪ আগস্ট ২০২২

সড়ক অবরোধ করে ধর্মঘটে যোগ দিয়েছেন জুড়ীর চা শ্রমিকরাও

সম্প্রতি বাংলাদেশীয় চা-সংসদ মজুরি ১৪ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়

সম্প্রতি বাংলাদেশীয় চা-সংসদ মজুরি ১৪ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে সারাদেশের চা বাগানগুলোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সিলেট, মৌলভীবাজার, শমসেরনগর, কমলগঞ্জের পর এবার জুড়ী উপজেলার চা শ্রমিকরাও অনির্দিষ্টকালের এ ধর্মঘটে যোগ দিয়েছেন। তারাও শনিবার (১৩ আগস্ট) করেছে চা শ্রমিকরা। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে শনিবার দুপুর ১২ টা থেকে এই ধর্মঘট শুরু হয়। এ সময় তারা জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করে।

শনিবার (১৩ আগস্ট) সারাদেশে মজুরি বৃদ্ধি করে ১২০ টাকা থেকে ৩০০ টাকার দাবিতে ধর্মঘটের ডাক দেয় চা- শ্রমিক ইউনিয়ন। মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এর আগে গত মঙ্গলবার থেকে দু'দিন দু'ঘন্টা করে কর্মবিরতি পালন করে তারা।

শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন চা বাগানে শ্রমিকরা চায়ের পাতা উত্তোলন ও চা ফ্যাক্টরিতে কাজে যোগ না দিয়ে আঞ্চলিক মহাসড়ক ও ফ্যাক্টরি এলাকায় অবস্থান নেন। এসময় তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। চা শ্রমিকদের পাশাপাশি চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে চা শ্রমিকরা বলেন, সাপ্তাহিক ছুটি রোববার ও শোক দিবসের ছুটি আগামী দু'দিন। ওই দু'দিনের মধ্যে ৩০০ টাকা মজুরি দাবি না মানলে অনির্দিষ্টকালের এই ধর্মঘট কর্মসূচি তারা চালিয়ে যাবেন।

শ্রমিকদের সাথে আলাপ করে জানা যায়, চা শ্রমিকদের সংগঠন চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে চা বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের করা চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ হয়। প্রতি দুই বছর পর পর এ চুক্তি সম্পাদনের কথা। সর্বশেষ ২০১৯ সালের ১ জানুয়ারি দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদন হয়। ওই চুক্তিতে শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে আর নতুন করে চুক্তি হয়নি।

সম্প্রতি চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশীয় চা-সংসদ মজুরি ১৪ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়। কিন্তু নেতারা এ প্রস্তাব প্রত্যাখান করেন। শ্রমিকদের মজুরি ৩০০ টাকা নির্ধারণসহ অন্যান্য দাবি-দাওয়া পূরণের বিষয়ে ১ আগস্ট চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশীয় চা-সংসদের কাছে চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে দাবি মেনে নিতে সাত দিনের সময়সূচী বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে দাবি না মানায় সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবেশে চা-শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালি কমিটির সভাপতি কমল চন্দ্র বুনার্জী বলেন, তাদের আওতাধীন জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার মোট ৩৬টি বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। তিনি বলেন, দেশে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে। ক্রয়ক্ষমতা চা শ্রমিকদের নাগালের বাইরে চলে গেছে। দৈনিক ১২০ টাকা যে মজুরি পাই তা দিয়ে পেট চলে না। মজুরি বৃদ্ধির বিষয়ে একাধিক সময়ে বাগান মালিকদের সাথে বৈঠক করা হয়েছে। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে নানা টালবাহানা করে মজুরি বাড়ানো হচ্ছে না।

আইনিউজ/এইচএ


আইনিউজে আরও পড়ুন-

 


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়