Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ২ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১২:০৭, ৩ সেপ্টেম্বর ২০২২

হংকংকে ১৯৪ রানের বড় লক্ষ্য দিল পাকিস্তান

পাকিস্তান ও হংকং ওয়ানডেতে ৩বার মুখোমুখি হয়েছে তারা।

পাকিস্তান ও হংকং ওয়ানডেতে ৩বার মুখোমুখি হয়েছে তারা।

এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জয়ের জন্য হংকংকে করতে হবে ১৯৪ রান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। হংকং এর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলেই টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করবে পাকিস্তান। হংকং জিতলে তারাও যাবে সুপার ফোরে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে পরবর্তী রাউন্ড সুপার ফোরের দৌঁড়ে পিছিয়ে আছে পাকিস্তান। হংকংয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে চলছে দলটির।

এদিকে হংকংকে হালকাভাবে না নিতে পাকিস্তানের প্রতি পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। হংকং এর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলেই টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করবে পাকিস্তান। হংকং জিতলে তারাও যাবে সুপার ফোরে। এ সমীকরণের কারণে হংকংকে হাল্কাভাবে না নিতে নিজ দলকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক কোচ ইনজামাম। তিনি বলেন, ‘কোনো দলকে হালকাভাবে নেয়া উচিত নয়। হংকংকেও পাকিস্তানের হালকাভাবে নেওয়া উচিৎ নয়।’

ভারতের বিপক্ষে ৫ উইকেটে হার দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। পাকিস্তানের মত নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে হংকংও। তাই পাকিস্তান-হংকং এখন একই সমীকরণের সামনে দাঁড়িয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলে সুপার ফোরের টিকিট পাবে। আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকে এবারের এশিয়া কাপের মিশন শেষ করবে। ইনজামাম আরও বলেন, হংকংয়ের বিপক্ষে ম্যাচে সুযোগ পাওয়া উচিত হায়দার আলির। আর খুশদিল শাহ ও আসিফ আলিকে নিয়ে ঝুঁকি নেয়া উচিত পাকিস্তানের।

টি-টোয়েন্টিতে এবারই প্রথম লড়বে পাকিস্তান ও হংকং। ওয়ানডেতে ৩বার মুখোমুখি হয়েছে তারা। ৩বারই জয় পায় পাকিস্তান। সবগুলো ম্যাচ ছিলো এশিয়া কাপের মঞ্চে। ২০০৪ সালে বৃষ্টি আইনে ১৭৩ রানে, ২০০৮ সালে ১৫৫ রানে এবং ২০১৮ সালে ৮ উইকেটে হংকংকে হারিয়েছিল পাকিস্তান।

আইনিউজ/এসকেএস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়