আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১২:৪৩, ৮ জানুয়ারি ২০২৪
হবিগঞ্জ জেলার বিজয়ী সংসদ সদস্য
হবিগঞ্জ জেলার বিজয়ী সংসদ সদস্য যারা
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। এরিমধ্যে সিলেটের বিভিন্ন জেলার নির্বাচিত প্রার্থীদের খবর আসতে শুরু করেছে। দ্বাদশ নির্বাচনে হবিগঞ্জ জেলার বিজয়ী সংসদ সদস্য যারা হয়েছেন তাদের মধ্যে দুই জন আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের। আর অন্য দুইজন স্বতন্ত্র প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে আওয়ামী লীগ (নৌকা) ২ ও স্বতন্ত্র (ঈগল) ২ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলার বিজয়ী সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি একরকম ইতিহাস সৃষ্টি করে এ আসনে নৌকার বাইরে থেকেও বিজয় ছিনিয়ে এনেছেন।
হবিগঞ্জ জেলার বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া (ঈগল), হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকে অ্যাডভোকেট আবু জাহির এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল) প্রতীকে ইতিহাস সৃষ্টি করে বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ভোটগ্রহণ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা হবিগঞ্জের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬৩৫টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
হবিগঞ্জ জেলার বিজয়ী সংসদ সদস্য যে যত ভোট পেলেন
হবিগঞ্জ-১ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। সমঝোতায় এ আসন পান জাতীয় পার্টির আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল)। যিনি প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যবধানে কেয়া চৌধুরীর কাছে হেরেছেন। কেয়া চৌধুরী মোট ভোট পেয়েছেন ৭০ হাজার ৫২। আর বাবু পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট।
হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৯৯ হাজার ৯৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ৩ বারের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান (ঈগল)। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট।
হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকে অ্যাডভোকেট আবু জাহির ১ লাখ ৬০ হাজার ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল) প্রতীক নিয়ে ৪ হাজার ৭৬ ভোট পেয়েছেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল) প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী (নৌকা) ৬৯ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন।
রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে, সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে।
এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারা দেশে বিকেল ৩টা পর্যন্ত অর্থাৎ ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলার বিজয়ী সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি একরকম ইতিহাস সৃষ্টি করে এ আসনে নৌকার বাইরে থেকেও বিজয় ছিনিয়ে এনেছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’