Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৬:২৯, ৩ এপ্রিল ২০২৪
আপডেট: ২১:২৮, ৩ এপ্রিল ২০২৪

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস লাইভ স্কোর

ইন্ডিয়াতে আজকে বাংলাদেশ সময় অনুসারে ৮টা থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। একদিকে রয়েছে শাহরুখ খানের দল অন্যদিকে রয়েছে ভারতের রাজধানীর দল। আর এই খেলাতে কি হবে দেখতে হলে সঙ্গে থাকবেন।

KKR: 203/3(15.3)

KKR Vs DC Live Score

আইপিএলের ম্যাচগুলো এখন পুরোপুরি ভাবে জমে উঠেছে। এখন গ্যালারি ভর্তি দর্শক হয় এমনকি প্রত্যেক খেলায় প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে গ্যালারিতে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে প্রচুর মানুষ এই খেলা উপভোগ করে থাকেন। আপনারা যারা এই খেলাটি উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই টিকিট কেনা সরাসরি খেলা দিতে বসে খেলা দেখতে পারেন। যারা তা দেখতে পারছেন না অবশ্যই স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর মাঝে খেলা দেখতে পারেন। অন্যান্য আইপি টিভিতেও খেলা দেখাতে হচ্ছে সরাসরি সম্প্রচার। আজকে এই খেলা আমাদের এই প্রতিবেদন অর্থাৎ এই পত্রিকা থেকে সরাসরি দেখানো হচ্ছে। আর বিনামলে এই খেলা দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের পত্রিকা প্রতিটি নিউজের আপডেট গুলো দেখবেন। কেননা আমাদের নিউজগুলো একটু পরপরই আপডেট করা হয় যাতে করে লেটেস্ট সংবাদ গুলো আপনারা পেয়েছেন সবার আগে। সুতরাং আপনারা অবশ্যই এই পত্রিকা পড়বেন নিয়মিতভাবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস লাইভ স্কোর

এই দুই দলেরই টানটান উত্তেজনা নয় খেলা হবে আজকে। কারণ দুটি দলই রয়েছে প্রায় সমান সমান পর্যায়। বিগত ম্যাচগুলোতে সবচেয়ে বেশি জয়লাভ করেছে এই দুই দলের মধ্যে কলকাতা। তবে তার পরিমাণ খুব একটা বেশি নয়। সুতরাং হাড্ডাহাড্ডি ভাবে এই খেলা উপভোগ করতে হলে অবশ্যই আজকে দেখবেন। অনেকেই জানতে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ সম্মানের সাথে কয়টা থেকে আইপিএল খেলা শুরু হয়। মূলত বাংলাদেশের সময় অনুসারে আইপিএল খেলা শুরু হয়ে থেকে রাত ৮টা থেকে। অর্থাৎ একজন পাঠক বাংলাদেশ সময়ের রাত আটটা থেকে এই খেলা দেখতে পারবেন টিভি চ্যানেলগুলোতে। এছাড়াও টফি অ্যাপ এবং হটস্টারের মাধ্যমে দেখতে পারবেন এই খেলা গুলো। এই খেলার সংক্রান্ত আরো তথ্য এবং আপডেট দেখতে হলে আমাদের সঙ্গে থাকবেন। খেলা শুরু হয় মাত্রই আমাদের এখানে একটি স্কোর স্ক্রিন চালু হবে। আর এখান থেকে সরাসরি একজন দর্শক খেলা উপভোগ করার সুযোগ পাবেন।

কলকাতা নাইট রাইডার্স খেলোয়ারদের তালিকা

এই দলের পক্ষ হয়ে মাঠে নামছে স্টার্ক,‌ রাসেল এবং অন্যান্য দেশে-বিদেশি ক্রিকেট তারকারা। এখন আমরা নিচে থেকে তাদের সম্পূর্ণ স্কোয়াড দেখে নেব। যারা শাহরুখ খান ভক্ত তাদের অধিকাংশই সাপোর্টার এই দলের। কেননা এ দলের একজন অংশীদার হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান।

নিতিশ রানা
বাম হাতি ব্যাটসম্যান

রিঙ্কু সিংহ
বাম হাতি ব্যাটসম্যান

অঙ্গকৃষ্ণ রঘুবংশী
ডান হাতি ব্যাটসম্যান

মনিশ পান্ডে
ডান হাতি ব্যাটসম্যান

শেরফান রাদারফোর্ড
বাম হাতি ব্যাটসম্যান

শ্রেয়াস আইয়ার
ডান হাতি ব্যাটসম্যান

আন্দ্রে রাসেল
ডান হাতি ব্যাটসম্যান • ফাস্ট ডান হাতি বোলার

অনুকূল রায়
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

রমনদীপ সিং
ডান হাতি ব্যাটসম্যান

ভেঙ্কটেশ আইয়ার
বাম হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

শ্রীকার ভরত
ডান হাতি ব্যাটসম্যান

ফিল সল্ট
ডান হাতি ব্যাটসম্যান

রহমানুল্লাহ গুরবাজ
ডান হাতি ব্যাটসম্যান

আল্লাহ গাজানফার
অফ স্পিন ডান হাতি বোলার

চেতন সাকারিয়া
মিডিয়াম ফাস্ট বাম হাতি বোলার

সুনীল নারাইন
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

দুষ্মন্ত চামিরা
ফাস্ট ডান হাতি বোলার

হর্ষিত রানা
মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

মিচেল স্টার্ক
ফাস্ট বাম হাতি বোলার

বৈভব অরোরা
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

মুজিব উর রহমান
অফ স্পিন ডান হাতি বোলার

বরুণ চক্রবর্তী
লেগ স্পিন ডান হাতি বোলার

সাকিব হুসেন
মিডিয়াম পেস ডান হাতি বোলার

সুইয়াশ শর্মা
লেগ স্পিন ডান হাতি বোলার

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড ২০২৪

এবারের দিল্লিতে পারফরম্যান্স করবে দেশী বিদেশী ক্রিকেটাররা। চলুন নিচে থেকে সেই তালিকা দেখে নেই যেখানে রয়েছে উক্ত টিমের সকল স্কোয়াডের লিস্ট।

স্বস্তিক চিকারা
ডান হাতি ব্যাটসম্যান

অক্ষর প্যাটেল
বাম হাতি ব্যাটসম্যান • অফ স্পিন বাম হাতি বোলার

ডেভিড ওয়ার্নার
বাম হাতি ব্যাটসম্যান

পৃথ্বী শ
ডান হাতি ব্যাটসম্যান

জেক ফ্রাসের-ম্যাকগুর্ক
ডান হাতি ব্যাটসম্যান • লেগ স্পিন ডান হাতি বোলার

ললিত যাদব
ডান হাতি ব্যাটসম্যান • অফ স্পিন ডান হাতি বোলার

যশ ধুল
ডান হাতি ব্যাটসম্যান

মিচেল মার্শ
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম পেস ডান হাতি বোলার

কুমার কুশাগ্রা
ডান হাতি ব্যাটসম্যান

রিকি ভুই
ডান হাতি ব্যাটসম্যান

রিশাভ প্যান্ট
বাম হাতি ব্যাটসম্যান

শাই হোপ
ডান হাতি ব্যাটসম্যান

অবিশেক পোড়েল
বাম হাতি ব্যাটসম্যান

সুমিত কুমার
ডান হাতি ব্যাটসম্যান • মিডিয়াম ফাস্ট ডান হাতি বোলার

ভিকি অস্তওয়াল
অফ স্পিন বাম হাতি বোলার

ট্রিস্টান স্টাবস
ডান হাতি ব্যাটসম্যান

আনরিক নর্তিয়ে
ফাস্ট ডান হাতি বোলার

ইশান্ত শর্মা
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

ঝিয়ে রিচার্ডসন
ফাস্ট ডান হাতি বোলার

খালিল আহমেদ

প্রবীণ দুবে
লেগ স্পিন ডান হাতি বোলার

রাসিখ সালাম
মিডিয়াম পেস ডান হাতি বোলার

কুলদীপ যাদব
লেগ স্পিন বাম হাতি বোলার

মুকেশ কুমার
ফাস্ট মিডিয়াম ডান হাতি বোলার

আজকের এই প্রতিবেদনে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস লাইভ স্কোর দেখলেন একজন পাঠক। এরকম আরো অন্যান্য খেলা গুলো উপভোগ করতে হলে অবশ্যই আমাদের পত্রিকা পড়বেন আপনারা নিয়মিতভাবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়