Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ৪ ডিসেম্বর ২০২৩

হলফনামা অনুযায়ী সাকিব আল হাসানের আয় কত? 

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

সারাদেশ জুড়ে চলছে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই কাজ। রিটার্নিং কর্মকর্তাদের এসব যাচাইবাছাইয়ে রয়েছে প্রার্থীদের আয়, ট্যাক্স, মামলাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। এসব দেখে একজন প্রার্থীকে বৈধ বা অবৈধ ঘোষণা দিচ্ছে রিটার্নিং কার্যালয়। এবছর ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে প্রার্থী হয়েছে নৌকা প্রতীক। তিনি তার হলফনামা জমা দিয়েছেন। যেখানে তার বার্ষিক গড় আয়ের একটি হিসেব দিয়েছেন তিনি। 

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাকিব আল হাসান হলফনামায় তার বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।

সোমবার (৪ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য নিশ্চিত করেছেন। হলফনামায় সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস।

সাকিব ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। সোনা দেখিয়েছেন ২৫ ভরি। আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা। 

শুধু ইস্টার্ন ব্যাংকেই তার ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা লোন রয়েছে বলে উল্লেখ করেছেন। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়